ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

উখিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ এপ্রিল ২০২৪ , ০১:৫২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) গাড়ির ধাক্কায় মো. সাজ্জাদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৩১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু সাজ্জাদ রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে সাজ্জাদ নামের শিশুটি মায়ের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় আর্মড পুলিশকে বহনকারী দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |